কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলা যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কালাই সরকারি মহিলা কলেজ অডিটরিয়ামে যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি মো.ছানোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মিনফুজুর রহমান মিলন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.ফজলুর রহমান, জয়পুরহাট জেলা যুবলীগের আহবায়ক মো.রাসেল দেওয়ান মিলন, জয়পুরহাট জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মো.হাসানুল ইমাম রবিন প্রমূখ।
প্রধান বক্তা জয়পুরহাট জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মো. মোস্তফা মেহমুদ আহমেদ তমাল বলেন, কালাই উপজেলা আওয়ামী যুবলীগকে একটি সুশৃঙ্খল যুবলীগ হতে হবে। জামায়াত-বিএনপিকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। বর্তমান সরকারের এত এত উন্নয়ন দেখে বিএনপি পাগল হয়ে গেছে। আজ সারাদেশে যুবলীগ স্বচ্ছ, পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। আশা করছি ভবিষ্যতে সংগঠনটি আরও শক্তিশালী হবে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মিনফুজুর রহমান মিলন বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশকে আরও গতিশীল স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে চলেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। এ জন্য আওয়ামী যুবলীগকে আরও শক্তি শালী করতে প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ দেশব্যাপী বিরোধী দলের ষড়যন্ত্রকে প্রতিহতসহ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ হয়ে জোরালোভাবে কাজ করতে হবে।