সোহরাব,বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নে একাধিক ব্যক্তির বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার, ৯নং এম বালিয়াতলী ইউনিয়নের মাদারতলী এলাকায়। ওই এলাকার হাজী হাবিবুর রহমান মোল্লার ছেলে মোঃ নবীন আলম মোল্লা , একই এলাকার ভূমিদস্যু মাহাতাব জোমাদ্দার , সুলতান জোমাদ্দার, মকবুল জোমাদ্দার , মোশারফ জোমাদ্দার, রিপন, সগীর , সাগর, আতিক , বাবুল হাওলাদার, মোশারফ হাওলাদার, কালাম মোল্লা , ননী মোল্লা , সিদ্দিক জোমাদ্দার, জাহাঙ্গীর, আলম হাওলাদার , লিটন হাওলাদারদের বিরুদ্ধে অভিযোগ করেন।
তিনি বলেন কবুলিয়াত দলিল মূলে ও রেকর্ডীও মালিক সূত্রে দীর্ঘ ৯০ বছরের ভোগদখলীও জমির রোপনকৃত বীজ উঠিয়ে গভীর রাতে প্রতিপক্ষরা অভিযুক্ত সন্ত্রাসী বাহিনী ও ভূমিদস্যুদের নিয়ে জোরপূর্বক দখল করার জন্য ধানের বীজ রোপন করার চেষ্টা করে। এবং আমাকে প্রকাশ্য দিবালোকে অস্ত্র নিয়ে মহড়া দিয়ে প্রাণ নাশ করার হুমকি দেয়। এ বিষয় নিয়ে আমি যদি কারো ধারস্থ হই তাহলে আমি সহ আমার পরিবারের লোকজনকে খুন করে লাশ-ঘুম করবে বলে হুমকি দেয়। এবং আমাকে মিথ্যা হয়রানি মূলক মামলা দিয়ে চাকরি চুত্য করবে হুমকি দেয় । ইতিপূর্বেও তারা হুমকি দিয়েছে এ মর্মে ৩১ জনের বিরুদ্ধে বরগুনা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এমপি মামলা নাম্বার ৬৬২/২৩ বরগুনা মামলা করি। জমির মালিক নবীন আলম মোল্লা আরও বলেন অভিযুক্ত কালাম মোল্লা আমার রোপনকৃত গাছ কাটিয়ে নেয়।
ভুক্তভোগী নবীন আলম মোল্লার ভাই শহিদুল আলম শাহিন মোল্লা বলেন, ৩২/৫২ নং নিমতলী আজিজাবাদ মৌজায় এস এ ১৩১/২২০ নং খতিয়ানে আমরা সাফ কবলা দলিল মূলে মালিক বিদ্যমান থাকিয়া ভোগদখলে আছি। প্রতিপক্ষ কালাম মোল্লা ঐ খতিয়ানে ও দাগের ওয়ারিশ হইয়া আমার ভোগ দখলীয় জমির বীজ উঠিয়ে নিয়ে যায়, ও আইল সীমানা উঠাইয়া জমির ফসল নিয়া যায়, এছাড়া বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করে তাহাতে ক্ষতির পরিমান আনুমানিক এক লক্ষ টাকার প্রতি সাধন করে , এ সংক্রান্ত ব্যাপারে অভিযুক্ত কালাম মোল্লার বিরুদ্ধে সি আর ১০৯৪ মামলা দায়ের করেন নবীন ওরফে আলম মোল্লা ।
স্থানীয়রা বলেন, বিষয়টি দুঃখজনক নবীন আলম মোল্লাদের দীর্ঘ বছরের ভোগদখলীও জমি অভিযুক্ত ব্যক্তিরা গভীর রাতে রোপনকৃত বীজ উঠিয়ে আবার রোপন করার চেষ্টা করে। তবে উভয় পক্ষের দেওয়ানী আদালতে মামলা চলমান রয়েছে।
আদালতের মামলা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত যারা যে অবস্থানে আছে সেই অবস্থানে থাকা ভালো মনে করেন এলাকার সচেতন মহল।