এস এম নাসির মাহমুদ,আমতলী থেকেঃ
বরগুনার আমতলী উপজেলার উওর তারিকাটা গ্রামের কুপ্রস্তাবে রাজি না হলে ভিকটিমকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। মামলা সূএে জানা যায় উওর তারিকাটা গ্রামের ছালাম প্যাদা দিন মজুর কাজে ঢাকায় থাকেন তার স্ত্রী সাহিদা( ২৭) ও তিন সন্তানদের নিয়ে বাড়ীতে থাকেন স্বামী না থাকার সুযোগে একই গ্রামের রহিম মাতুব্বরের ছেলে ইউসুফ মাতুব্বর (৩৫) সাহিদাকে প্রায়ই কুপ্রস্তাব দিয়ে আসছে।সাহিদা প্রস্তাবে রাজি না হলে ইউসুফ মাতুব্বর ক্ষেপে যায় ১৫ ই সেপ্টেম্বর সাহিদা তার নিজ বাড়ির দরজায় আসলে ইউসুফ মাতুব্বর তাকে বেধারক মারধর করতে থাকলে স্থানীয় সহিদ প্যাদা,সোহেল প্যাদা ও পারভীন এসে তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করে। ও ১৬ সেপ্টেম্বর আমতলী থানায় জানায় ১৮ সেপ্টেম্বর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন ট্রাইম্যুনাল বরগুনায় ২০০০-২৩ এর ১০ ধারায় মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি লিগ্যাল এইড কে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। ভিকটিম সাহিদা তার স্বামী ছালাম প্যাদা পরিবার আসামী ইউসুফ মাতুব্বরদেদর ভয়ে বাড়ী ছাড়া পালিয়ে বেড়াচ্ছেন ।