সোহরাব বরগুনা থেকেঃ
বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই শ্লোগানে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২০২৩ইং উদযাপিত হয়েছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর ) বিকেল চারটায় জেলা পরিষদ , উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ,বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি শুরু হয়ে সার্কিট হাউজ মাঠ চত্বরে উন্নয়ন মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে লাল ফিতা কেটে মেলার শুভ উদ্বোধনের শুভ সূচনা করেন জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলার ছয়টি উপজেলার ইউপি চেয়ারম্যানদের মধ্যে যারা শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাদের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক জনাব মো রফিকুল ইসলাম, পুলিশ সুপার জনাব মোঃ আব্দুস সালাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরগুনা শুভ্রা দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিজুস চন্দ্র দে, এলজিইডি, জনস্বাস্থ্য, প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি কর্মকর্তা, মৎস্য অধিদপ্তর, সিভিল সার্জন, সড়ক ও জনপদের জেলা ও উপজেলা কর্মকর্তারা সহ উপজেলা চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ইউপি সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।