কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
মা ইলিশ রক্ষায় সরকারের কঠোর বিধিনিষেধ থাকার পর ও কিছু অ’সাধু জেলে পদ্মা -মেঘনার অভয়াশ্রমে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে ইলিশ মাছ শিকারে ব্যস্ত থাকে।
গতকাল শুক্রবার ১৩ অক্টোবর সকালে চাঁদপুরের হাইমচর উপজেলার নীল কমল ফাঁড়ির নৌ পুলিশের একটি টহল টিম অভিযান চালিয়ে পদ্ম -মেঘনা নদীতে ইলিশ ধরার অপরাধে ৫ জেলেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মাছ ধরার কাজে ব্যবহারিত ৩৫ হাজার মিটার কারেন্ট জাল, ১ টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করে।
আটককৃত জেলেরা হলেন, হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা সোহেল মিয়া (২৩), পিতা খোকন মুন্সি, আইনুল খা (২৩) পিতা আলী খা, খাজা আহম্মেদ( ১১) পিতা ছাত্তার বেপারী, আল আমিন (১২) পিতা খবির বকাউল, দুলাল আক্তার (১০) পিতা দুলাল চৌকিদার।
আটক কৃত ১ ও ২ নং আসামীদের নিয়মিত মামলায় জেল হাজতে প্রেরণ এবং ৩,৪ ও ৫ নং আসামীদের বয়স কম হওয়ায় তাদের কে মোসলেখা নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে নীলকমল নৌ- পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, মা ইলিশ রক্ষায় প্রথম দিনে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ৫ জেলেকে আটক করতে সক্ষম হয়। সরকারের ঘোষনা অনুযায়ী মা’ইলিশ রক্ষায় রাত -দিন নদীতে টহল জোরদার অব্যাহত রেখেছি। আগামী ৪ নভেম্বর পর্যন্ত জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে সেজন্য নৌ পুলিশের বিভিন্ন ইউনিট টিম এর সার্বক্ষনিক টহল অব্যাহত থাকবে।