বরগুনা প্রতিনিধিঃ
বরগুনায় ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ আন্তঃডাকাত দলের এক সদস্যকে আটক করেছে সদর থানা ও বরগুনা ডিবি পুলিশ।
সোমবার (৯ অক্টোবর) রাত ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে গিয়ে পুলিশ ডাকাত সিদ্দিককে আটক করে।
তাকে জেলা পুলিশ বরগুনার বেতাগী উপজেলার শরিষামুড়ি ইউনিয়নের এইচ এম রানা ওরফে সিদ্দিককে ধরে ফেলেন।
এ বিষয়টি দৈনিক নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুর রহমান ও ডিবি পুলিশের অফিসার ইনচার্জ বশির আলম।
পুলিশ আরো জানান, এ আটক হওয়া ডাকাত সিদ্দিক বিভাগীয় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বরিশাল বিভাগের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও তারা জানান।
থানা সূত্রে জানা গেছে, পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিয়ে সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের গলাচিপা বাজারের দক্ষিণ মাথায় সড়কের ওপর থেকে ডাকাতি প্রস্তুতিকালে এসএস স্টিলের একটি শটগান ও নয় রাউন্ড গুলিসহ তাকে আটক করে। আটক করার সময় সিদ্দিকের হাতে থাকা চাকু দিয়ে ডিবি সদস্য প্রিন্স শিমলাইকে আঘাত করার চেষ্টাও করেন।
ডাকাত সিদ্দিকের সাথে আরো দু’জন মঠবাড়িয়া ও শরিষামুড়ির ডাকাত দলের সদস্য এ ডাকাতিতে অংশগ্রহণের কথা ছিল বলেও থানা পুলিশকে জানিয়েছে ডাকাত সিদ্দিক।
বরগুনা সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, আটক ডাকাত সিদ্দিকের বিরুদ্ধে অস্র ও ডাকাতি প্রস্তুতির মামলা করা হচ্ছে।
বর্তমানে বরগুনা থানা পুলিশ সিদ্দিককে জিজ্ঞেসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে।