বরগুনা প্রতিনিধিঃ
আজ (৭ অক্টোবর) বরগুনার বামনা উপজেলার বামনা – পাথরঘাটা মহাসড়কের চাড়াখালী নামক স্থানে ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনে ট্রাক ও মটর সাইকেলের মুখামুখী সংঘর্ষে বরগুনার জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র মাঠ কর্মী জয়দেব (৩২) ঘটনাস্থলে নিহত হয়েছে।
এ সময় জয়দেবের সহকর্মী মাঠ কর্মী মোঃ মেহেদী হাসান গুরুত্বর আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার দুপুর ১টায় সময় এনএসআই’র ২জন মাঠ কর্মী পাথরঘাটা থেকে বামনা সদরে উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলনের তথ্য সংগ্রহের জন্য মটর সাইকেল যোগে আসার পথে উপজেলার চাড়াখালী গ্রামের ফায়ার সার্ভিস সংলগ্ন মহা সড়কে পৌছালে বামনা থেকে পাথরঘাটা গামী একটি ট্রাকের সাথে মুখামুখী মটর সাইকেলের সংঘর্ষ হয় । খালি ট্রাকের চালক বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে নিয়ন্রন হারিয়ে মটর সাইকেলের উপর আঘাত করে ট্র্রাক রাস্তার পাশে খাতে পড়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা ২জনকে উদ্ধার করে বামনা উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক জয়দেবকে মৃত্যু ঘোষনা করেন। গুরুত্বর আহত মোঃ মেহেদীকে(৩২) প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম জানান, লাশের সুরতহাল শেষে এনএসআই’র কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে এরিপোর্ট লেখা পর্যন্ত লিখিত কোন অভিযোগ করা হয়নি।
নিহত এনএসআই’র মাঠ কর্মী জয়দেব এর বাড়ি চট্টগ্রামের পাচলাইস থানায় এবং আহত মোঃ মেহেদীর বাড়ি পিরোজপুরের ভান্ডারীয়া উপজেলায়।