কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মুন্সিরহাট আই.এইচ. ইসলামিয়া আলিম মাদ্রাসায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। যারা বিভিন্ন বিষয়ে পাঠদান করে আমাদের জ্ঞানের পরিধি বাড়াতে সাহায্য করেন। সেই নিঃস্বার্থভাবে অক্লান্ত পরিশ্রম করে যাওয়া শিক্ষকদের জন্যই আজকের দিনটি। পুরোবিশ্বে শিক্ষকদের সম্মানে পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার ৫ অক্টোবর সকাল ১০ টায় দিবসটি পালন উপলক্ষে মুন্সিরহাট বাজার থেকে শুরু করে মাদ্রাসা প্রাঙ্গণ পর্যন্ত এক বিশাল বর্ণাঢ্য র্যালি আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ এতে অংশ নেয় মাদ্রাসার শিক্ষার্থীরা সহ শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
বর্ণাঢ্য র্যালি শেষে মাদ্রাসার মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক আবু নোমানের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সভাপতি, আলহাজ্ব আনোয়ার হোসেন, আরো বক্তব্য রাখেন অধ্যাপক (রাষ্ট্রবি:) কামরুজ্জামান, আরো অন্যান্য শিক্ষকবৃন্দ ও বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে শেষে মাদ্রাসার অবসরপ্রাপ্ত দুই সিনিয়র শিক্ষকের মাঝে উপহার তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সহ শিক্ষক বৃন্দ।