কাজী নজরুল ইসলাম, চাঁদপুরঃ
চাঁদপুরের শাহরাস্থি উপজেলার জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরতে চাঁদপুরের শাহরাস্থি উপজেলায় ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। মেলার প্রথম দিনে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার ১৭ সেপ্টেম্বর বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁদপুর-৫ শাহরাস্থি-হাজিগন্জ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ)মোঃ রফিকুল ইসলাম (বীর উত্তম) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন রশিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ,থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ হোসেন, পল্লী বিদ্যু ডিজিএম মোঃ মোবারক হোসেন সরকার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী রুহুল আমিন প্রমুখ।
মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের ২৩ টি স্টলের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হয়। মেলায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি স্টল টি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুনুর রশিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদ হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
মেলায় ভূমি স্টল পরিচালনায় ছিলেন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মনির হোসেন, উপসহকারী ভূমি কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোহাম্মদ ইব্রাহিম,নাজির মোহাম্মদ রেওয়াজ, ভূমি উপসহকারী কর্মকর্তা মোঃ শাহাদাত সহ ইউনিয়ন ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।
এছাড়া এই উন্নয়ন মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সেবা প্রত্যাশী বিভিন্ন পেশার পুরুষ ও মহিলা দর্শনার্থী।