মিন্টু হোসাইন,ভেড়ামারা প্রতিনিধিঃ
ভেড়ামারা থানার স্টাফ সেজে ভুয়া নাম ব্যবহার করে ডাকাতির উদ্দেশ্যে ভেড়ামারা থানার ভাঙ্গা ফুল টু দৌলতপুর থানার কামালপুর মাঠের মধ্যে গতকাল রাত আনুমানিক ৮ ঘটিকার সময় মোঃ সবুজ ফকির (২৩) বেশ কিছু বাইকারদের কাছ থেকে চাঁদা গ্রহন করে।
ভুয়া পুলিশ মোঃ সবুজ ফকির, পিতা: গনি ফকির, গ্রাম- জগন্নাতপুর, দৌলতপুর, কুষ্টিয়া। সে চাঁদগ্রাম ইউনিয়নের হিড়িমদিয়ায় ভাড়াটিয়া বাসায় থাকেন।
স্মার্ট যুগে কে পুলিশ কে সাধারণ জনগণ এখনকার ছেলে-মেয়ে সবাই বোঝে। এমনি সময় দৌলতপুর থানা কিছু মানুষ রাজমিস্ত্রি কাজ শেষ করে বাড়ী ফিরছিলো। এমন সময় ভুয়া পুলিশ মোঃ সবুজ ফকির ভেড়ামারা থানার স্টাফ মোঃ সাইফুল পরিচয় দিয়ে আসামি ধরবে বলে রাস্তা আটকায় এবং এক পর্যায়ে ৫০০ টাকায় রফা দফা হয়।
কিন্তু ৫০০ টাকা জরিমানা দিয়েও তাদের সন্দেহ হয়, পুলিশের ড্রেস নাই, আবার একলা, পায়ে জুতা নাই, কথা বলার ভাষা অন্যরকম। এসব কথাগুলো সামনে একটু এগিয়ে দোকানে অবস্থানরত জনসাধারণ বললে তারা এগিয়ে আসে। জনসাধারণ আসলে তার পরিচয় জানতে চাইলে তেমন সঠিক কোন তথ্য প্রদান করতে পারে না।
এক পর্যায়ে এলাকাবাসীর সাহায্যে তাকে ভেড়ামারা থানা পুলিশের হাতে সৌপর্দ করেন।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, ভুয়া পুলিশ মোঃ সবুজ ফকির, এমনি বিভিন্ন ধরনের চুরি ডাকাতের সাথে জড়িত আছে, এর আগেও উক্ত স্থানে রাতের বেলায় মাইক্রো গাড়ি ঠেকিয়ে চাঁদা আদায়, পাখি ভ্যান ছিনতাই, বিভিন্ন বাইকারের কাগজপত্র যাচাই-বাছাই ও টাকা আদায় করতেন। গত ১ মাসে ৫ বার ডাকাতি হয়েছে উক্ত স্থানে।
ভুয়া পুলিশ মোঃ সবুজ ফকির বর্তমানে ভেড়ামারা থানা হেফাজতে আছে।