আন্তর্জাতিক ডেস্কঃ
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন। তবে করোনা শনাক্তকরণ পরীক্ষায় নেগেটিভ হয়েছেন জো বাইডেন। সোমবার (৪ সেপ্টেম্বর) জানিয়েছে হোয়াইট হাউস।
মার্কিন ফার্স্ট লেডির মুখপাত্র এলিজাবেথ আলেকজান্ডার এক বিবৃতিতে জানান, ফার্স্ট লেডি জিল বাইডেনের করোনার মৃদু উপসর্গ রয়েছে। ডেলাওয়ারের রেহোবোথ বিচে নিজেদের বাড়িতেই থাকবেন তিনি।
এদিকে গতকাল সন্ধ্যায় ডেলাওয়ারের বাড়ি থেকে একাই হোয়াইট হাউসে ফিরে এসেছেন প্রেসিডেন্ট বাইডেন। এরপরই বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্টের কোনো উপসর্গ দেখা দিচ্ছে কিনা সে বিষয়ে নজর দেয়া হচ্ছে এবং চলতি সপ্তাহেই নিয়মমাফিক চেকআপ করাবেন তিনি।
গত বছরের আগস্টে করোনা আক্রান্ত হয়েছিলেন ৭২ বছর বয়সী জিল বাইডেন। এর আগে জুলাইয়ে আক্রান্ত হন ৮০ বছর বয়সী জো বাইডেন।
এদিকে আগামী ৯ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-২০ সামিট। নির্ধারিত সময়ের দুইদিন আগেই দিল্লিতে আসার কথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। এখন ফার্স্ট লেডির কভিড-১৯ আক্রান্তের খবরে সম্মেলনে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে হোয়াইট হাউসের তরফে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।