জয়পুরহাট প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে প্রায় আড়াই কেজি ওজনের সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি। যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২ লাখ টাকা।
শুক্রবার (২৬ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। এর আগে ভোরের দিকে বিরামপুর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ দামোদরপুর এলাকা থেকে এসব সাপের বিষ উদ্ধার করেন জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ জানান, বিরামপুরের দামোদরপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারতে সাপের বিষ পাচারের চেষ্টা করছিলেন। এ সময় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালান। বিজিবির উপস্থিতি টের পেয়ে সাপের বিষ ফেলে পালিয়ে যান চোরাকারবারিরা। পরে বিজিবি সদস্যরা দুই কেজি ৪৬৬ গ্রাম ওজনের সাপের বিষ উদ্ধার করেন।